- আসুন আসুন, বসুন
- থ্যাঙ্কস, আমিই কিছুক্ষন আগে আপনাকে ফোন করেছিলাম।
- হ্যা, হ্যা বলুন মাডাম, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? এখানে ফুল- টাইম, পার্ট-টাইম সব ধরনের লোক পাবেন। রাতে পেশেন্ট দেখার আয়া , বাচ্চা দেখার লোক, খাওয়া- পরা লোক, রান্নার লোক- সব রকম পাবেন।
- না, না ওসব সব ই আছে।
- ও! তাহলে?
- না মানে ইয়ে, আর কি- কথা শুনবার লোক চাই!
- হ্যা, হ্যা মাডাম সে তো নিশ্চয় কথা শুনবে।
- না মানে তা বলছি না ; মানে আমি কথা বলার লোক চাই। ওনাকে শুধু শুনতে হবে। আমার আসলে অনেক কথা থাকে জানেন যা সঠিক সময় মত আমি বলতে পারিনা যাকে বলার; কত খারাপ লাগা জমে হিমালয় বানিয়ে ফেলছে বাঁ দিকটায় , কত প্রতিক্রিয়া হয়ত সময় মত ব্যক্ত হয়নি, শক্ত ড্যালা পাকিয়েছে ধীরে ধীরে সময় এর সাথে; সেটিই বড় হতে হতে যেদিন গলার কাছ টায় এসে ঠেকে- সে এক বিশাল ঝড় বৃষ্টির দিন। আমার ওনাকে ঠিক সেই বিশেষ দিন গুলোয় চাই। জাস্ট একটু জড়িয়ে ধরে, পিঠে মাথায় আলতো হাত বুলিয়ে বলবেন- "কেদো না। আমি তো আছি। পাশেই। শুনছি। " ব্যাস শুধু এটুকুই কাজ এন্ড আই উইল বি অল সর্টেড !!
- ও-ও-ও অ-আচ্ছা !
- পাবো?
- আসলে এরকম আগে তো কখনো ঠিক.....মানে টাকা পায়সা টা ঠিক কিভাবে হিসাব হবে....ইয়ে মানে মায়নার কথা কি বলব?
- মায়না? - 'মুহ মাঙ্গি'!!
- হ্যা, হ্যা বলুন মাডাম, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? এখানে ফুল- টাইম, পার্ট-টাইম সব ধরনের লোক পাবেন। রাতে পেশেন্ট দেখার আয়া , বাচ্চা দেখার লোক, খাওয়া- পরা লোক, রান্নার লোক- সব রকম পাবেন।
- না, না ওসব সব ই আছে।
- ও! তাহলে?
- না মানে ইয়ে, আর কি- কথা শুনবার লোক চাই!
- হ্যা, হ্যা মাডাম সে তো নিশ্চয় কথা শুনবে।
- না মানে তা বলছি না ; মানে আমি কথা বলার লোক চাই। ওনাকে শুধু শুনতে হবে। আমার আসলে অনেক কথা থাকে জানেন যা সঠিক সময় মত আমি বলতে পারিনা যাকে বলার; কত খারাপ লাগা জমে হিমালয় বানিয়ে ফেলছে বাঁ দিকটায় , কত প্রতিক্রিয়া হয়ত সময় মত ব্যক্ত হয়নি, শক্ত ড্যালা পাকিয়েছে ধীরে ধীরে সময় এর সাথে; সেটিই বড় হতে হতে যেদিন গলার কাছ টায় এসে ঠেকে- সে এক বিশাল ঝড় বৃষ্টির দিন। আমার ওনাকে ঠিক সেই বিশেষ দিন গুলোয় চাই। জাস্ট একটু জড়িয়ে ধরে, পিঠে মাথায় আলতো হাত বুলিয়ে বলবেন- "কেদো না। আমি তো আছি। পাশেই। শুনছি। " ব্যাস শুধু এটুকুই কাজ এন্ড আই উইল বি অল সর্টেড !!
- ও-ও-ও অ-আচ্ছা !
- পাবো?
- আসলে এরকম আগে তো কখনো ঠিক.....মানে টাকা পায়সা টা ঠিক কিভাবে হিসাব হবে....ইয়ে মানে মায়নার কথা কি বলব?
- মায়না? - 'মুহ মাঙ্গি'!!