Saturday 7 May 2016

Muh-Mangi

- আসুন আসুন, বসুন
- থ্যাঙ্কস, আমিই  কিছুক্ষন আগে আপনাকে ফোন করেছিলাম।
- হ্যা, হ্যা বলুন মাডাম, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? এখানে ফুল- টাইম, পার্ট-টাইম সব ধরনের লোক পাবেন। রাতে পেশেন্ট দেখার  আয়া , বাচ্চা দেখার লোক, খাওয়া- পরা লোক, রান্নার লোক- সব রকম পাবেন।
- না, না ওসব সব ই  আছে।
- ও! তাহলে?
- না মানে ইয়ে, আর কি- কথা শুনবার লোক চাই!
- হ্যা, হ্যা মাডাম সে তো নিশ্চয় কথা শুনবে।
-  না মানে তা বলছি না ; মানে আমি কথা বলার লোক চাই।  ওনাকে শুধু  শুনতে হবে। আমার আসলে অনেক কথা থাকে জানেন যা সঠিক সময় মত আমি বলতে পারিনা যাকে বলার; কত খারাপ লাগা জমে হিমালয় বানিয়ে ফেলছে বাঁ  দিকটায় , কত প্রতিক্রিয়া হয়ত সময় মত ব্যক্ত হয়নি, শক্ত ড্যালা  পাকিয়েছে ধীরে ধীরে সময় এর সাথে; সেটিই  বড় হতে হতে যেদিন গলার কাছ টায় এসে ঠেকে- সে এক বিশাল ঝড় বৃষ্টির দিন। আমার ওনাকে ঠিক সেই বিশেষ দিন গুলোয় চাই। জাস্ট একটু জড়িয়ে ধরে, পিঠে মাথায় আলতো  হাত বুলিয়ে বলবেন- "কেদো  না। আমি তো আছি। পাশেই। শুনছি। " ব্যাস শুধু  এটুকুই  কাজ এন্ড আই  উইল  বি অল  সর্টেড !!
- ও-ও-ও অ-আচ্ছা !
- পাবো?
- আসলে এরকম আগে তো কখনো ঠিক.....মানে টাকা পায়সা টা ঠিক কিভাবে হিসাব হবে....ইয়ে মানে মায়নার কথা কি বলব?
- মায়না? - 'মুহ মাঙ্গি'!!

9 comments:

  1. Anekdin pore abar ekta goldmine..der aaye par durusth aaye...mon khub bhari Korey dili..nijer kosto etoh sohoj bhabe r rashik mejajey bolajaye seta keu tor theke sikhuuk..ami aageo mantam akhono Mani..amar bon ta extraordinary..u r a lesson for all bloggers and writers..awesome, unparalleled..get going lil sis..

    ReplyDelete
  2. Thank u Sumantra Da.thanks for reading :)

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Nice post, things explained in details. Thank You.

    ReplyDelete
  5. ওড়ীশাতে 2 জনের পরিবারের রাননা করার জন্য একজন মহিলা প্রয়োজন। দয়াকরে যোগাযোগ করুন 8249643724, 9337711202

    ReplyDelete
  6. ওড়ীশাতে 2 জনের পরিবারের রাননা করার জন্য একজন মহিলা প্রয়োজন। দয়াকরে যোগাযোগ করুন 8249643724, 9337711202

    ReplyDelete
  7. ওড়ীশাতে 2 জনের পরিবারের রাননা করার জন্য একজন মহিলা প্রয়োজন। দয়াকরে যোগাযোগ করুন 8249643724, 9337711202

    ReplyDelete
  8. Very informative, keep posting such sensible articles, it extremely helps to grasp regarding things.

    ReplyDelete
  9. Great article, Thanks for your nice data, the content is quiet attention-grabbing. i'll be expecting your next post.

    ReplyDelete